Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  39 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়না জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার দুপর ২ টায় শহরের পৌর বিপণি চত্বর থেকে বের হওয়া মিছিলটি আলফাত স্কয়ারে পৌছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে ওখানেই সমাবেশে মিলিত হয় দলীয় নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দলীয় নেতা আব্দুল লতিফ জেপি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন,‘সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। এজন্য ভিন্ন মতাবলম্বি ও বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি এবং একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে’।