Sat. Oct 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  60চট্টগ্রাম ব্যুরো : ১১ জন খেলোয়াড় একজন সামিত প্যাটেলের কাছে হেরে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিবের আক্ষেপ ‘একজন সামিত প্যাটেলের কাছে আমরা এগারোজন দুইবার করে হারলাম।’
রাজশাহীর কাছে দুইবারই হারলেন, রাজশাহী কি ঢাকার দুর্বলতাকে বেশি কাজে লাগাতে পারছে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বলাটা মুশকিল। কিন্তু আমাদের সাথে দুইটা ম্যাচই ওরা ভালো খেললো। এবং দুটি ম্যাচেই সামিত প্যাটেল বেশি ভালো খেললো। দুইটা ম্যাচেই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। এটা একটা হতাশার ব্যাপার আমাদের দলের জন্য। যে আমরা ১১ জন মিলে একজনের সাথে পারলাম না।’
ঢাকায় জয়ে শুরু চট্টগ্রামেও জয়ে শুরু হঠাৎ ছন্দপতনের কারণ উল্লেখ করে সাকিব বলেন, ‘অবশ্যই আমরা ভালো খেলিনি। এটাই সবচেয়ে বড় কারণ। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’
প্যাটেলের কাছেই হারলেন কি? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হ্যা, মুমিনুলও ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।’