খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: মরন ব্যাধি এইডস প্রতিরোধে সম্মিলিত ভাবে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারী সংগঠন লাইস হাউস এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো: আমিনূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, আমিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মিজানূর রহমান, স্থানীয় বেসরকারী সংস্থা রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খাঁন, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শফিক ছোটন প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালা সঞ্চালনা ও তথ্য পত্র উপস্থাপন করেন লাইট হাউসের নওগাঁ সেন্টারের (ডিআইসি) ম্যানেজার আব্দুল মাজেদ।
বক্তারা এইচআইভি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সমাজের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এছাড়া এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ন স্থান ও ব্যক্তি বা গোষ্ঠি সমূহ চিহ্নিত করে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহবান জানান তারা।
অনুষ্ঠিত কর্মশালায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদ কর্মি ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।