খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানালেন।
শনিবার বেলা বারটার দিকে স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন শেষে হুইল চেয়ারে করে হাজির করা হয় নার্গিসকে। সবাইকে অবাক করে দিয়ে ডান হাত নেড়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা জানান নার্গিস। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান এবং বদরুলের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।
এর আগে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালটেন্ট এবং হাসপাতালটির অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন সংবাদ সম্মেলনে জানান, ৫ শতাংশ বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে স্কয়ারে এসেছিলেন নার্গিস। সে এখন নিজে খেতে পারে। যে কোন লেখা পড়তে পারে। ধরে ধরে হাঁটতে পারে।
ডাঃ মির্জা জানান, যেহেতু নার্গিসের জেনারেল এবং নিউরোলজিক্যাল কন্ডিশন ভাল তাই তাকে ডিসচার্জ দেয়া ও ভাল কোথাও রিহ্যাব ফিজিওথ্যারাপি দেয়া দরকার।
উল্লেখ্য, আহত নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । গত ৩ অক্টোবর বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে ৪অক্টোবর নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।