Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬:  “জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙ্গবেই”- শ্লোগানকে সামনে রেখে জামালপুর মুক্তমঞ্চ প্রাঙ্গনে শুক্রবার সকালে শুভ উদ্বোধনী সভা, সঙ্গীতানুষ্টান ও জেলা শহরে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন।

যখন নাগিনীরা চারিদিকে ফেলিছে নিশ্বাস, দানবের কদাকার ছায়ায় অন্ধকার যখন আমাদের এই পৃথিবী, তখনই সত্য-সুন্দর-শান্তির পদচিহ্নের সন্ধানে মেহনতি মানুষের উত্তরণে গ্রাম বাংলার পথে পথে অভিযাত্রী সংগঠন ভোরের বিহঙ্গী উদীচী শিল্পীগোষ্ঠী প্রজ্জ্বলন করে আশার প্রদীপ। শ^াশত মুক্তির পথে এই অভিযাত্রায় জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠী মিলিত হয়েছে ত্রয়োদশ সম্মেলনে।

এ সম্মেলনের নানা কর্মসুচীর মধ্যে শুক্রবার সকালে জেলা শহরের মুক্তমঞ্চে উদ্বোধনী সঙ্গীতানুষ্টান ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি মো. আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা। এ সভায় আশার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষনা করেন উদীচী জামালপুর জেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার।

এসময় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সেয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, কমরেড মোজাহারুল হক, পার্থ প্রতীম দে, কমরেড মারুফ আহম্মেদ খান মানিক, সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ।

পরে সম্মেলনের অতিথিবৃন্দ এবং সমবেত জনতা মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন।

এছাড়াও এ সম্মেলন উপলক্ষে শুক্রবার সন্ধায় মুক্তমঞ্চে উদীচী জামালপুর জেলা সংসদের উদ্যোগে গণসঙ্গীত এবং ঢাকার বঙ্গলাল থিয়েটারের উদ্যোগে গীতিনাট্য রুপচান সুন্দরীর পালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।