Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬: ঢাকাই ছবিতে এখন চলছে আইটেম গানের জয়জয়কার। প্রায় ছবিতেই এখন ছবির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান ব্যবহার করা হচ্ছে।
এবার এই আইটেম গানে নাচতে দেখা যাবে চিত্রনায়িকা আঁচলকে।
ছবির নাম ‘দাগ’। পরিচালনা করছেন তারেক শিকদার। ছবিতে আইটেম গানের পাশাপাশি অভিনয়ও করেছেন আঁচল।
গত ২৬ নভেম্বর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
আলী আকরাম শুভর সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী লেমিস। শিগগিরই গানটির শুটিং করা হবে বলে পরিচালক জানান।
গানটি প্রসঙ্গে আঁচল বলেন, ‘শুধু আইটেম গানেই নয় এ ছবিতে আমি নায়িকা চরিত্রেও অভিনয় করেছি। আশা করি আইটেম গানটির মাধ্যমে দর্শকদের ভালোই আনন্দ দিতে পারব।’
ছবিতে আঁচলের পাশাপাশি নায়িকা হিসেবে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে।