খোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬:
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দিঘিরপাড় পরিবহনে কলেজ ছাত্র জাকির হোসেন (২৩) কে অজ্ঞান করে ছিনতাইকালে গণধোলাই দিয়ে মলম পার্টির ৪ সদস্যকে আটক করেছে জনতা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মুক্তারপুরে ঢাকা-মুন্সীগঞ্জ যাত্রীবাহী বাস দিঘিরপাড় পরিবহনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে মুক্তারপুর থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। বাসটি নারায়নগঞ্জের কাশিপুরে পৌছালে মলমপার্টির ৫ সদস্য কলেজ ছাত্র জাকির হোসেনকে মলম প্রয়োগ করে অজ্ঞান করে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনতাই করার চেষ্টা চালায়। এসময় পাশের সিটে বসে থাকা একযাত্রী বিষয়টি টের পেয়ে বাসটি ঘুরিয়ে পুনরায় মুক্তারপুরে নিয়ে আসে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রিপন (৩২), আব্বাস আলী (৫২), হুমায়ন (৪০), মহিবুল (৩৪) নামের ৪ মলম পার্টির সদস্যকে আটক করলে একজন পালিয়ে যায়।
এ ঘটনায় মলম প্রয়োগে অজ্ঞান হওয়া জাকির হোসেনকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অজ্ঞান হওয়া জাকির হোসেনের কাছে থাকা এক লাখ টাকা উদ্ধার হলেও টাকা হদিস পাওয়া যায়নি।
সদর থানার এস আই ইমরুল হাসান বলেন, মলম পার্টির ৪ সদস্যকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।