Sun. Sep 21st, 2025
Advertisements

5kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬:   “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ সাশ্রয় করবো উন্নত দেশ গড়ব” এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সরিষাবাড়ী বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র (পিডিবি), জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি সরিষাবাড়ী ও ইসলামপুর শাখা’র উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ/১৬ বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়।সরিষাবাড়ী আবাসিক প্রকৌশলী জামাত আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী ।

এ সময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খন্দকার শামীম আহমেদ, অধ্যাপক এম এ মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তানভীর সালাউদ্দিন, ইসি মো. মোজাফ্ফর হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও পিডিবি’র কর্মকর্তা-কর্মচারীরা বৃন্দ।