খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬:
২০১১ সালেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন কিটন জেনিংস। তবে এরপরই চলে আসেন ইংল্যান্ডে। চার বছর ইংল্যান্ডে খেলে এখন জাতীয় দলে। আর প্রথম ইনিংসেই দারুণ এক শতক দিয়েই ক্যারিয়ারটা শুরু করলেন জেনিংস।
বৃহস্পতিবার ওয়াখেড়ে স্টেডিয়ামে এই ইংলিশ ওপেনারের ব্যাটে ভর করেই ভারতের বিপক্ষে দারুণ অবস্থানে আছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের ১৯তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন কিটন জেনিংস।
হাসিব হামিদের ইনজুরিতে দলে জায়গা করে দেন জেনিংসকে। আর সুযোগ পেয়েই সেঞ্চুরি দিয়েই আস্থার প্রতিদান দিলেন এই ব্যাটসম্যান। অশ্বিনের বলে পূজারাকে ক্যাচ দেবার আগে ২১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেললেন জেনিংস।
ইংল্যান্ড দল যখন ভারতে খেলছিল জেনিংস তখন দুবাইতে। ইংল্যান্ড লায়ন্সের হয়ে আরব আমিরাতের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করার পরের দিনই জানতে পারেন হাসিব হামিদ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে জেনিংসকে দলে নেওয়া হয়েছে।
ভারতে আসার তিনদিনের মাথায় সেঞ্চুরিও পেয়ে গেলেন ২৪ বছর বয়সী এই উদীয়মান ক্রিকেটার। এ বছরটা দারুণ কেটেছে জেনিংসের। এবার কাউন্টি ক্রিকেটে সবোর্চ্চ রানের মালিক ডারহামের এই ওপেনার। ১৬ ম্যাচে ১৫৪৮ রান করেছেন জেনিংস।
অস্টম ইংলিশ ওপেনার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেয়ে ডব্লিউ জি গ্রেস, অ্যালিস্টার কুক ও অ্যান্ড্রু স্টাউসদের মতো তারকাদের পাশে বসলেন জেনিংস। এর আগে অভিষেকে ইংলিশদের হয়ে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ২০০৯ সালে সেঞ্চুরি করেন জনাথন ট্রট।