Sat. Sep 20th, 2025
Advertisements

27kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬:  প্রতিবেশি রাষ্ট্র মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার (০৯.১২.১৬) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা স্থানীয় বায়তুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন। এ উপলক্ষ্যে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবুল হাসান। বক্তারা মায়ানমারে মুসলিম নারী শিশুসহ নির্বিচার গণহত্যার তীব্র প্রতিবাদ জানান। জাতিসংঘের মাধ্যমে দ্রুত এই হত্যাকান্ড বন্ধেরও দাবী জানান তাঁরা।