Fri. Sep 19th, 2025
Advertisements

5kখোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: নাইজেরিয়ার আদমাওয়া রাজ্যে বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এই হামলার দায় এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। বিবিসি নাইজেরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ব্যস্ত একটি বাজারে দুইজন নারী আত্মঘাতী বোমা হামলা চালায়।

দেশটির জাতীয় জরুরি অবস্থা মোকাবেলা প্রতিষ্ঠানের সাদ বেললো বলেন, এই বোমা হামলায় আহত হয়েছেন আরো ৩৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মোট নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও দেশটির সরকারের ধারণা, এই হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দায়ী।