Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: জিও সঙ্গে টেক্কা দিতে এবার ট্যারিফ যুদ্ধে মাঠে নামল ভোডাফোনও। এর আগে অবশ্য মাঠে নেমেছে এয়ারটেল আইডিয়ার মত কোম্পানি গুলি। এই দুটি টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিং স্কিম চালু করেছে। সেই পথে নামল এবার ভোডাফোনও।
এবার ভোডাফোন তার প্রিপেড গ্রাহকদের জন্য এই আনলিমিটেড কল স্কিম ঘোষণা করেছে ১৪৪ টাকার। ১৪৪ টাকা রিচার্জ করলেই লোকাল এবং ন্যাশানাল কল ফ্রি সঙ্গে ৫০ এমবি ডেটাও ফ্রি। ভ্যালিডিটি ২৮ দিন। অন্যদিকে ৩৪৪ টাকার একটি রিচার্জ ঘোষণা করেছে ভোডাফোন যাতে কলের সঙ্গে আবার রোমিংও ফ্রি। এবং সঙ্গে ১ জিবি ৪ জি ডেটা।
ভোযাফোন চিফ কমার্শিয়াল অফিসার সন্দীপ কাটারিয়া বলেছেন, ২জি, ৩জি, এবং ৪জির সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।