Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: হবিগঞ্জের তরুন ও উদীয়মান রাজনৈতিক নেতা,হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে আমেরিকার নিউইয়র্ক ও নিউইয়র্কের পার্শবর্তী অঙ্গরাজ্য নিউজার্সী, কানেক্টিকাট এ প্যানসেলভেনীয়া হতে আগত উপস্থিত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসীর অংশ গ্রহনে এক মনমুগ্ধকর পরিবেশে আবু সাঈদ চৌধুরী কুটির সভাপতিত্বে ও বিষ্ণুপদ সরকার ও শিমুল হাসানের পরিচালনায়- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নাসির উদ্দিন,জকি উদ্দিন চৌধুরী, মোজাহিদ আনসারী,জাকির হোসেন চৌধুরী অসীম, এমদাদ চৌধুরী,ইব্রাহীম খলিল বার ভূঁইয়া রিজু, সৈয়দ নাজমুল হাসান কোবাদ, হাজ্বী কেরামত আলী,এ কে এম আলমগীর,শাহীন আজমল ও আলমগীর মিয়া।

বিশিষ্ট ব্যক্তিবর্গ্র মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল বাছিত খান ,আজদু মিয়া তালুকদার,তাজুল ইসলাম মানিক ,জিয়া উদ্দিন বাবুল,মিজানুর রহমান চৌধুরী শেফাজ,শামছুল আলম শামীম,সাংবাদিক সেলিম আজাদ,জায়েদুল মোহিত খাঁন,লিটন চৌধুরী,করুনা সিন্ধুনরায়,মোস্তফা কামাল সংগ্রাম , আব্দুল ওয়াহেদ ,শাহীন আহমেদ,সৈয়দ জামেল ,রাসেল কবির , রেজাউল আজাদ ভূঁইয়া,আকবর হোসেন স্বপন,মঞ্জুর চৌধুরী, আবুল কাশেম,জামাল হোসেন,মিয়াআছকির,মাহমুদ চৌধুরী ,সাব্বির হোসেন,সুকান্ত দাশ হরে, লুৎফুর রহমান ,সুফী আহমেদ,জুয়েল আহমেদ ,মাহমুদুল হাসান মাহমুদ,আব্দুল মতিন, শিহাব আহমেদ ,রিয়াজুল ক্বাদির লষ্কর মিঠু,মোশাররফ হোসেন চৌধুরী,আব্দুল কুদ্দুছ জয়,তোফাজ্জল লিটন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম প্রবাসী হবিগঞ্জবাসী সহ অনুষ্ঠানের আয়োজক বন্ধু ও শুভাকাঙ্খী মহলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসীদেরকে এলাকায় শিল্প ও বাণিজ্য খাতে বিনিয়োগে আহবান জানান।

অনুষ্ঠানে তিনি আবেগে আপ্লোত হয়ে বলেন যে, আপনাদের এই স্নেহ,ভালবাসা ও সম্মান প্রদানে আমি চির-দেনা হয়ে গেলাম। আমার জীবদ্ধশায় সুযোগ ফেলে আপনাদের যে কোন প্রকার প্রয়োজনে যোগাযোগ করিলে আমি অবশ্যই আমার সামর্থ স্বাপেক্ষে আপনাদের পাশে থাকার অঙ্গিকার করছি।