খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাম্মণগাঁও লোকনাথ মন্দিরের দুটি মূর্তি ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার কানন কুমার দেবনাথ ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই ওয়াসিম আল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী ও লোকনাথ মন্দিরের পরিচালক মানিকলাল দাশের কাছ থেকে জানা যায়:শনিবার রাতের আধারে পূর্ব শক্রুতার জের ধরে কে বা কাহারা মন্দিরের দুটি মূর্তি ভেঙ্গে নির্বিঘেœ চলে যায়। পরে রবিবার ভোরে মূর্তি দুটি ভাঙ্গা দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্তি সিনিয়ন পুলিশ সুপার কানন কুমার দেবনাথ জানান: খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে এলাকাবাসী ও মন্দিরের পরিচালকের সাথে আলাপকালে এটাই প্রতিয়মান হয়েছে যে,এটা হিন্দু মুসলিমের কোন সা¤প্রদায়িক দন্ধ নয়, এটা তারা নিজেদের মধ্যে জমি সংক্রান্ত মামলা মোকমদ্দমা সংক্রান্ত পূর্ব বিরোধের বহিঃপ্রকাশ বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। এদিকে খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, , উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ দাশ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের সভাপতি জগদীশ দে, সাধারণ সম্পাদক ননী গোপাল প্রমুখ।