খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: গাজীপুরের কাপাসিয়ায় ইমাম সমিতি মানববন্ধন করেছে। রোহিঙ্গাসহ সারাবিশে^ মুসলমানদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে তারা এ কর্মসুচী পালন করে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় কাপাসিয়া বাজারের প্রধান সড়কে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ডসহ অর্ধসহস্রাধিক ইমামসহ বিভিন্ন জনগোষ্ঠীর সদস্য ও অনুসারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন কাপাসিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা জালাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মারুফ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চেীধুরী, মাওলানা জহিরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখা আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক আরমান, দেলোয়ার হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলাউদ্দিন শেখ, উপজেলা কওমী পরিষদ, রাজাবাড়ি ইউনিয়ন মুসলিম উম্মাহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধ দাবী জানান। একই সাথে নোভেল বিজয়ী আং সাং সূচী নোভেল প্রত্যাহারের দাবী জানান। শিঘ্রই রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাবে বলেন বক্তারা।