Tue. Sep 23rd, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:9মনিরুল ইসলাম পারভেজ,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর ৯টি সরকারি স্কুলে আজ থেকে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। আজ প্রথমদিন ‘ক’ ক্লাস্টারভূক্ত (গ্রুপ) কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি স্কুল (বালক শাখা), ডা. খাস্তগীর স্কুল ও সিটি সরকারি স্কুলে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দফায় চারটি স্কুলের ভর্তি পরীক্ষা মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় আজ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ম, ৭ম ও ৮ম শ্রেনীর এবং দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২য় দফায় ‘খ’ ক্লাস্টারভূক্ত নাসিরবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বালক), হাজী মুহাম্মদ মহসিন স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
সর্বশেষ ৩য় দফায় ‘গ’ ক্লাস্টারভূক্ত সরকারি মুসলিম হাই স্কুল ও চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান,এবার প্রথমবারের মতো নগরীর নয়টি সরকারি স্কুলকে তিনটি ক্লাষ্টারে (গ্রুপ) বিভক্ত করা হয়েছে। আর প্রতিটি ক্লাস্টারের জন্য একবার করে পরীক্ষা গ্রহণ করা হবে।