Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 6বিখ্যাত মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স মারা গেছেন। এমন ঘটনা সত্য না হলেও এই খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী তুলকালাম কাণ্ড ঘটেছে। গুজবটি প্রকাশিত হয় বিখ্যাত সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্ট থেকে।

গত সোমবার সনি কর্পোরেশনের প্রতিষ্ঠান সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়। এরপরই অ্যাকাউন্টটি থেকে এমন ভুয়া বার্তা ছড়িয়ে দেয়া হয়।
সনি মিউজিকের ওই টুইট বার্তায় বলা হয়, ‘শান্তিতে ঘুমাও ব্রিটনি অথবা ‘আরআইপি ব্রিটনি ১৯৮১-২০১৬।’ পোস্টের সঙ্গে কান্নারত ছবি ব্যবহার করা হয়।
পরে অবশ্য অ্যাকাউন্টটি উদ্ধারের পাশাপাশি ব্রিটনি স্পিয়ার্স ও তার ভক্তদের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করে সনি মিউজিক কর্তৃপক্ষ।
এদিকে ব্রিটনির ম্যানেজার অ্যাডাম লেবার সিএনএনকে জানান, আন্তর্জাতিক সুপারস্টার ও গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এই ভুয়া টুইটের পেছনে নিজেদের হাত রয়েছে বলে দাবি করেছে হ্যাকিং দল আওয়ারমাইন। সম্প্রতি এই দলের সাইবার আক্রমণের শিকার হয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স ইউএস ও কমিক নির্মাতা প্রতিষ্ঠান মারভেল এন্টারটেইনমেন্ট-এর টুইটার অ্যাকাউন্ট।