খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: লালমনিরহাটের হাতীবান্ধায় আলিমুদ্দিন ডিগ্রী কলেজে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উক্ত আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ সরওয়ায় হায়াত খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। তিনি তার বক্তব্য বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, লেখাপড়া ছাড়া কোন বিকল্প নেই। তাই আমাদের দেশকে আরও এগিয়ে নিতে হলে- অবশ্যই লেখাপড়া ভাল করে করতে হবে। তোমরাই আগামী দিনে ভবিষ্যত। পাশাপাশি বাল্য বিবাহ , ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শোচ্ছার হতে হবে। বক্তব্য শেষে তিনি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের স্নাকত্তোর নিয়মিত ও অনিয়মিত কোর্সের ক্লাস শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান সহকারি কমিশনার (ভূমি), আলিমুদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ, মিরু মোহাম্মদ আঃ বারী, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, বড়খাতা কলেজের অধ্য্ক্ষ নুর-ই এলাহী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, ছেফাতিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, হাতীবান্ধা এসএস হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক, রেজাউল করিম প্রধান জুয়েল, অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমুখ। শেষে নবীন শিক্ষার্থীদের বরণ করে এক মনজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।