খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: অর্থনৈতিক শুমারী ২০১৩-এর কুড়িগ্রাম জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। সেমিনারে রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খান, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল ও দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমূখ।
রিপোর্টে বলা হয়েছে, জেলার বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানে বিগত ২০০৩ সাল পর্যন্ত ১ লাখ ১০ হাজার ১৯১ জন কর্মরত ছিলেন। বিগত ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার ৪৬৬ জন।