খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাটের পুরাতন শিল্পকলা একাডেমিচত্তর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পকিত স্থায়ি কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট মীর শওকতাত আলী বাদশা।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন উল হাসানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এম রেজাউল আলম, প্রধান শিক্ষিকা বেবি মোরশেদা, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আাসাদুজ্জামান,ব্রাকের এরিয়া ম্যানেজার মারুফ পারভেজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার মোঃ মঞ্জুরুল হাসান, এডিডির জেঅ সম্বয়নয়কারি সালমা খাতুন প্রমুখ।