খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি মো. মোসলেহ্ উদ্দিনের পদচ্যুতির দাবিতে ফের কর্মবিরতি পালন করেছেন বিভাগের শিক্ষকরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বিভাগের দুই-তৃতীয়াংশ শিক্ষক।
এর আগে গত ১০ ডিসেম্বরে বিভাগের নয়জন শিক্ষক সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদচ্যুতির দাবিতে উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন করেন।
পদচ্যুতির দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। বৃহস্পতিবার বেলা ২টার মধ্যে বিভাগের সভাপতি পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিভাগের নয় জন শিক্ষক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান তারা।
আন্দোলনরত শিক্ষক সূত্রে জানা যায়, ‘বিভাগের পরিকল্পনা কমিটির অনুমোদন ছাড়া নিজ চেম্বারে এসিসহ হাই-ডেকোরেশনের ব্যবস্থা করা এবং বিভাগের কম্পিউটার থেকে অফিসিয়াল ডাটাগুলো সরিয়ে ফেলেছেন তিনি।
বিভাগের কম্পিউটার অপারেটর শহীদ উদ্দিন বলেন, ‘বিভাগের কম্পিউটারের পাসওয়ার্ড শুধু আমি আর সভাপতি স্যার জানেন। আন্দোলন কর্মসূচি শুরুর পর হঠাৎই দেখছি কম্পিউটরে প্লানিং কমিটির সিদ্ধান্তগুলো নেই।’ এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোসলেহ্ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এটা বিভাগের অভ্যন্তরীণ ব্যাপার। বিভাগগুলো স্বাধীনভাবে চলে। বিভাগের বিষয় শিক্ষকরা নিজেদের মধ্যেই মিটিয়ে নিবেন। কিন্তু এ নিয়ে যদি ছাত্ররা ভুক্তভোগী হয়ে অভিযোগ করেন তাহলে আমরা সেটা তদন্ত করে দেখবো।