Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:  38‘সমাজসেবায় উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন’- শীর্ষক শ্লোগানে সোমবার সকালে জেলার সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মানিক, প্রতিবন্ধি বিদ্যালয় ও পুর্ণবাসন কেন্দ্রের সভাপতি আব্দুল মান্নান মানু, প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১৬৭ জন প্রতিবন্ধি শিক্ষার্থীর হাতে মাথাপিছু ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা করে ‘প্রতিবন্ধি শিক্ষা সহায়তা’ উপবৃত্তির চেক প্রদান করা হয়।