Tue. Sep 23rd, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:  49নাট্যব্যক্তিত্ব ও ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক মামুনুর রশীদ বলেছেন, স্টার প্লাস, জি বাংলার মতো ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের পারিবারিক বন্ধনকে ধ্বংস করছে।

গত শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মামুনুর রশীদ।
সংবাদ সম্মেলনে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলায় ডাবিংকৃত বিদেশি অনুষ্ঠান প্রচার বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশি শিল্পী-কলাকুশলীদের নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
মামুনুর রশীদ বলেন, ‘দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল অনুষ্ঠান বন্ধ করতে হবে। আমরা বিদেশি অনুষ্ঠানের কথা বলেছি। বিদেশি অনুষ্ঠানও বন্ধ করতে হবে।’
‘আপনারা জানেন যে, স্টার প্লাস, জি বাংলা, এগুলো একেবারে ২৪ ঘণ্টার চ্যানেল হিসেবে আমাদের দেশে চলছে এবং আমাদের পারিবারিক বন্ধনকে গত ২০ বছর ধরে ধ্বংস করছে। আমরা আশা করি, ৩১ ডিসেম্বরের মধ্যেই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, বিদেশি চ্যানেল ও অনুষ্ঠানের কারণে বাংলাদেশের সংস্কৃতিতে মহামারী শুরু হয়েছে। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিজ্ঞাপন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলোর অসম ডাউন লিংক ফি কমানোর জন্য সরকারের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা।