Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:  50রাজধানীর কোতয়ালী থানায় দায়ের করা নাশকতার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।

জানাগেছে আজ (সোমবার) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মাহমুদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ ওই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২ জুন আসামিরা সিএমএম আদালতের সামনে পুলিশের কাজে বাধা প্রদান এবং গ্রেফতার মাহমুদুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।
২০১০ সালের ৩১ ডিসেম্বর কোতয়ালী থানার উপ-পরিদর্শক পরিতোষ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তার সহযোগী জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।