Wed. Sep 17th, 2025
Advertisements

 

 

  indexখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭:পর্নো জগত থেকে বলিউডে জায়গা করে নেওয়া সানি লিওনের পথচলাটা সরল ছিল না কখনই। একে একে শক্ত অবস্থান দখল করা বলিউডের এই তারকাকে হেনস্তার শিকারও হতে হয়েছে অসংখ্য বার। দমে যাননি তিনি। তবে এবার কী থমকে যাবে নায়িকার পথচলা?অশ্লীলতার একটি মামলা ঘিরে আলোচনার কেন্দ্রতে রয়েছেন সানি। সেই মামলায় দোষী প্রমাণিত হতে হয়তো কারাগার পর্যন্ত যেতে হতে পারে তাকে।এবেলা বলছে, বলিউডে তার রাস্তাটা যে মসৃণ ছিল না, তা নিজেই কিছুদিন আগেই বড় মুখ করে জানিয়েছিলেন সানি লিওনি। কিন্তু, সেই অমসৃণ রাস্তার সফরটা যে আজও শেষ হয়নি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি।

‘জিসম ২’ দিয়ে বলিউডে ক্যারিয়া শুরু করা সানির এতদিনের পাওনা বলতে ‘রইস’ সিনেমার শাহরুখের সঙ্গে ‘আইটেম ডান্স’। সাতার আশা ছিল ‘রইস’-এর আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডের কুলীন মহলে হয়তো বসত করতে পারবেন। কিন্তু, তার সেই মনোবাঞ্ছায় বড় বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন। সেরকমটা হলে জেলেও যেতে হতে পারে।

এবেলার প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে সানি লিওন ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে তিনি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৪ সালেই পুণের আদালতে মামলা করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী।

‘রাগিনী এমএমএস ২’-এর প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুণে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এস কোকাটে।

আগামী দুই মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শিগগিরই সানি ও একতা কাপুরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গেছে।