খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭:েে ইউটিউবে প্রকাশ করা হয়েছে জাহিদ হাসান ও ধারাভাষ্যকর জাফরউল্লাহ শরাফতের আলোচিত মিউজিক ভিডিও ‘বেয়াইন সাব’। বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারী ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে গানটি। গানচিলের ব্যানারে গানটি প্রকাশ করা হয়েছে।
এরআগে গত ৯ ডিসেম্বর শুক্রবার রাতে দেশীয় ‘বায়োস্কোপ লাইভ ডটকম’ নামের ভিডিও সাইটে প্রকাশ পায় জনপ্রিয় এ গানটি।
মিউজিক ভিডিওতে অভিনেতা জাহিদ হাসান, ধারাভাষ্যকার জাফরউল্লাহ শরাফত, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শায়লা সাবি ও মডেল শারলিনা হোসেন নেচেছেন।
নংগানটির সুর ও সংগীতায়োজক প্রীতম হাসান ও প্রতীক হাসান। গানটিতে প্রতীক হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাউমি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান।
গানচিলের হেড অব অপারেশন্স ও সঙ্গীতশিল্পী লুৎফর হাসান গানটির সাড়ার বিষয়ে কথা বলছিলেন ইত্তেফাক অনলাইনের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত সাড়া খুব ভাল পেয়েছি। যেহেতু এটি বিষয়নির্ভর বিয়ে-শাদির অনুষ্ঠানের জন্য নির্মিত, এজন্য বিভিন্ন জায়গা থেকে অনেকে নিজেরাই গানটি ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরো বলেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে বাংলা গানের প্রসারের উদ্দেশ্যে উদ্যোগটি নেয়া। এবং সেটা সেভাবেই আশানুরুপ ইতিবাচক ফিডব্যাক দিচ্ছে।