খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: মৌলভীবাজারে রাজনগর উপজেলার মসুরিয়া এলকায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত ৬ জন আহত হয়।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘন কোয়াশার মধ্যে রাজনগর উপজেলার মসুরিয়া এলকায় অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ঘটনা স্থলে ২ জন নিহত ও ৬ জন আহত হন।
নিহতরা হলেন, এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)। আহতরা হলেন, মুহিদ মিয়া (৩৩),তয়ুব আলী (৪৪), জসিম আলী (৩৫),পুতুল মিয়া (৩৭)। তারা রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগর এলাকার বাসিন্দা বলে জানা যায়। আহত আরো ২ জনের পরিচয় জানা যায় নি। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিসার জন্য ভর্তি করা হয়। নিহত ২ জনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। রাজনগর থানার এসআই আব্দুল আজিজ বিষয়টির নিশ্চিত করেছেন।