খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম মহানগরীতে আগুনে পুড়ে গেছে শহর এলাকার বাস ।
বুধবার গভীর রাতে ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আমাদের ফায়ার ষ্টেশনের কাছে এ আগুনের ঘটনা ঘটায় দ্রুত ঘটনাস্থলের পৌছে ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।