খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: বিসিবি ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে রানার্স আপ হয়েছে মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট দল। বৃহস্পতিবার গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নারায়ণগঞ্জের কাছে ৫০ রানে হার মানে মুন্সীগঞ্জ। টস জিতে প্রথমে ব্যাট করে ১০৩ রানে অল আউট হয় নারায়ণগঞ্জ । জবাবে ৫৩ রানে অল আউট হয় মুন্সীগঞ্জ। গ্রুপ পর্বে গোপালগঞ্জ ও মাদারীপুরকে হারিয়ে সেমি ফাইনালে উঠে মুন্সীগঞ্জ এবং সেমিতে শরীয়তপুরকে হারায় দলটি ।