খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের দরগাপাশা ইউনিয়নের সংশোধিত ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৯০ লক্ষ ৯২ হাজার ২শত ৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ বাজেট ঘোষনা করেন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন। পরে পরিষদের সরকারী ত্রান শাখার পক্ষ থেকে ইউনিয়নের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মনির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব ইয়াছমিন হোসনে আরার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ আব্দুল¬াহ, মোঃ এলাইছ মিয়া, সমুজ আলী, ফরিদুল ইসলাম কুটি, বদরুল ইসলাম, জলিল আহমদ পায়েল, মোঃ ফারুক মিয়া, আব্দুল হক, আবুল হাসান, বিভা রানী, কবিতা দাশ, শিরিয়া বেগম, দরগাপাশা ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু খালেদ চৌধুরী, এওর চৌধুরী প্রমুখ। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির দরগাপাশা ইউনিয়দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ডিজিটাল কম্পিউটার একাডেমী পরিদর্শণ করেন এবং দরগাপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ভোধন করেন।