Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: 63 স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগ সদস্য এডভোকেট রওনক আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস,এডভোকেট কল্লোল তালুকদার চপল,এডভোকেট শামীম আহমদ,সেবুল মিয়া,জেলা যুবলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন,অভিজিৎ চৌধুরী রিংকু,অসিত মিত্র,সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল প্রমুখ। সভাপতির বক্তব্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু বলেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি কর্মী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে জনগনের মাঝে পৌছে দিতে হবে। কেননা ২০২১ সাল ও ২০১৪১ সাল শেখ হাসিনার ভিশন বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের পরিণত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয় সেজন্য যুবলীগের ্রপতিটি কর্শী অতন্ত প্রহরীর মতো কাজ করার আহবান তিনি জানান।