খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় বাহর উদ্দিন (২৩) নামে এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছে। বাহার সীতাকুন্ড থানায় কনেস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার রতনপুর গ্রামে। তিনি ওই এলাকার বাচ্ছু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডিউটি শেষ করে রাতে বাসায় যাওয়ার পথে বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় গুরুত্বর আহত হন কনেস্টেবল বাহার।
সীতকুন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন জানায় গুরুত্বর আহত অবস্থায় কনেস্টেবল বাহারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।