খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭:সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুনামেন্ট ২০১৭ উপলক্ষে রোড-শো অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ স্টেডিয়াম থেকে রোড-শো বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয়।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী ও উপ-কমিটির পর্যবেক্ষণ আহব্বায়ক রেজওয়ানুল হক রাজা,জিএম তাহশিদ প্রমুখ।
দুপুর ১২টায় রোড-শো শেষে সুনামগঞ্জে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলার ১০টি উপজেলা থেকে ১টি করে উপজেলা স্কুল দল এবং সদর উপজেলার ৬টি স্কুল দল এই টুর্ণামেন্টে অংশ নিচ্ছে।