Thu. Sep 18th, 2025
Advertisements

 

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: Lakarta Photo (1)আমার গ্রাম আমার দেশ, গড়বো সুখের বাংলাদেশ – এই প্রতিশ্রুতি নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাতা গ্রামে লার্কাতা ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামদিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী একটি ব্যতিক্রমী কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সংগঠনটির সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লাকার্তা ফাউন্ডেশনের সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান শিকদার। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শামসুর রহমান। এ সময় লাকার্তা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফান্ডেশন থেকে ওই গ্রামের ১০টি পরিবারকে ১০ টি বসতঘর ও ১০টি পরিবারকে ১০টি গাভি প্রদান করা হয়েছে। এছাড়া গ্রামের ছয়‘শ মানুষকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ দেয়া হয়েছে।
সকালে সৌহার্দ্য র‌্যালি দিয়ে শুরু হয়ে বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য প্রদর্শনের মধ্যদিয়ে লাকার্তা ফাউন্ডেশনের দুই দিনের গ্রাম দিবস শেষ হয়।