Sun. Sep 21st, 2025
Advertisements

1খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথম টুইটার পোস্টে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানালেন শিগগিরি সুস্থ হয়ে উঠছেন তিনি।
কিছুদিন আগেই মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তির দৃশ্যধারণের সময় দুর্ঘটনার কবলে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় শুটিং সেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এ ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে ডাক্তার জানিয়েছিলো ভয়ের কারণ নেই। শিগগিরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট লিখেছেন প্রিয়াঙ্কা। দুর্ঘটনার পর প্রথম লেখা এ টুইটার পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবাইকে অনেক ধন্যবাদ দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। ধীরে ধীরে আমি ভালো হয়ে উঠছি। শিগগিরি আবার কাজে ফিরতে পারবো।”
ভ্যারাইটি জানায়, ‘কোয়ান্টিকো’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রীর আহতের ঘটনায় থেমে থাকেনি টিভি সিরিজটির দৃশ্যধারণের কাজ। প্রিয়াঙ্কাকে ছাড়াই শুটিং এর কাজ এগিয়ে নিয়ে গেছে ‘কোয়ান্টিকো’ কতৃপক্ষ।
২৩ জানুয়ারি থেকে টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তি।