Sun. Sep 21st, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭: 68 মৌলভীবাজারের কুসুমবাগে মোবাইল ফোন অপারেটর কোম্পানী রবি এর কাস্টমার কেয়ার অফিসের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় শহরের কুসুমবাগ এলাকার সিলেট রোডে অবস্থিত রবি কাস্টমার কেয়ার অফিসের জেনারেটার থেকে আগ্নিকান্ড হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোবাইল ফোন অপারেটর কোম্পানী রবি কাষ্টমার কেয়ার অফিসের জেনারেটার রুমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো: মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তাবে আগুনে সূত্রপাত কিভাবে তা তদন্ত করে জানানো হবে।