Sun. Sep 21st, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: 46এই সপ্তাহের এলিমিনেশন লিস্টে সবচেয়ে নিচে আছেন মোনালিসা ও রোহন মেহরা। আবার রোহন ও মোনালিসার মধ্যে পিছিয়ে আছেন রোহন। দর্শকদের ভোটিং লাইন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। কাউন্টিংও শুরু হয়ে গেছে।
দিনকয়েক আগেই বিগ বস হাউজে বিয়ে করেছেন মোনালিসা। সোশাল মিডিয়ার লোকজন জানিয়েছিল এই সপ্তাহই শেষ মোনালিসার। বিয়ের পর হাউজে থাকার চান্স নেই। কিন্তু আশ্চর্যভাবে দর্শকের ভোটে এগিয়ে আছেন মোনালিসা। রোহন তাঁর পিছনে। ফলে হাউজ় ছাড়ার চান্স সম্ভবত রোহনের। তবে অফিশিয়াল ঘোষণা হয়নি। এঁরা দুজন ছাড়া এই মুহূর্তে বিগ বস হাউজ়ে রয়েছেন বাণী জে, লোপামুদ্রা রাউত, মনবীর কউর ও মনু পঞ্জাবি