খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: পানিতে ভিজবে না, আগুনেও পুড়বে না—এমনই এক কাগজ উদ্ভাবন করেছেন চীনের সাংহাই ইনস্টিটিউট অব সিরাসিকসের একদল গবেষক। তাঁদের দাবি, এটিই বিশ্বের প্রথম আগুন ও পানি প্রতিরোধক কাগজ।২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও দিব্বি টিকে থাকে কাগজটি।
শুধু প্রতিরোধকই নয়, আগুন ও পানিতে কাগজে থাকা লেখাগুলোরও কোনো পরিবর্তন হয় না। আগুনে পোড়ালে কাগজটিতে কিছুটা ময়লা জমলেও পরে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। কাগজটি আগুনে পোড়ানোর ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন তাঁরা। গবেষকদলের প্রধান অধ্যাপক ঝু ইয়াংজি জানান, সাধারণ কাগজে বিভিন্ন গাছের ফাইবার ব্যবহৃত হলেও নতুন প্রযুক্তির কাগজটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোক্সাপাটাইট ন্যানোওয়্যারস নামের বিশেষ উপাদান। তিন বছরের মধ্যে প্রযুক্তিটি সহজলভ্য করা সম্ভব হবে বলে জানান তিনি।