খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: দেশে স্টার্ট-আপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে সরকার। তিন স্তরে বিভক্ত এই অবকাঠামোর সবার ওপরে থাকবে ইনোভেটররা।সংখ্যায় অল্প হলেও আগামী দিনে বাংলাদেশে আইটিশিল্পে বিশাল অবদান রাখবে তারা। এরপর থাকবে আইটি/আইটিএস স্নাতকরা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও বা সিএক্সও বা সিএফও হবে। সব শেষে থাকবে ফ্রিল্যান্সিং খাতসহ অন্যান্য খাতে সংশ্লিষ্টরা।
এভাবেই দেশে একটি অনন্য ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। গতকাল জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত ‘ক্রিয়েটিং এ ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম : গভর্নমেন্টস রোল’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।