Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: নওগাঁর নজিপুরে অস্ত্রোপচারের সময় হাতেনাতে আটক এক ভুয়া চিকিৎসককে ১৮ মাসের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ক্লিনিক মালিককে ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।

পত্মীতলা উপজেলার নজিপুর পৌরসভায় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ‘যমযম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব-৫) এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ময়েন উদ্দীনককে (৫৫) অস্ত্রোপচারের সময় হাতেনাতে আটক করে। পরে পত্মীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে ১৮ মাসের বিনাশ্রম কারাদ- এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। অনাদয়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেওয়া হয়। এছাড়া তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ওই ক্লিনিকের মালিক বাবুল আখতারকে (৪৮) ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন আদালত।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত রহমান জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল ভুয়া চিকিৎসক ময়েন উদ্দীন নজিপুর, ধামইরহাট ও সাপাহার এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিল। গোপন তথ্যে অবস্থান জানতে পেরে গতকাল রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল নজিপুর যমযম ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ময়েন উদ্দীন একজন সিজারিয়ান অপারেশন করছিলেন। ময়েনের কাছে তাঁর চিকিৎসা সনদ দেখতে চাইলে তিনি স্বীকৃত কোনো সনদ দেখাতে পারেননি। এতদিন তিনি বিশেষজ্ঞ সার্জন হিসেবে মানুষকে প্রতারিত করে চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ক্লিনিক মালিককেও দ- দেওয়া হয়।