Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kkখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭:বুধবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল ল’ ফেস্টিভাল-২০১৭। বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নজরুল ইসলাম রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ, বর্তমানে অধ্যায়নরত চার শতাধিক শিক্ষার্থী।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এরকম উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটে এবং সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদেরও মেলবন্ধনের সুযোগ ঘটে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাচ, গান, নাটক ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় আইন বিভাগের শিক্ষার্থীরা নাচে গানে উৎসবে মেতে উঠেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তৌফিকুর রহমান ও মুন্নি আক্তার।