খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: এখন সময়টাই যেন দীপিকার। তার প্রথম হলিউড ফিল্ম ট্রিপল এক্স নিয়ে উত্তেজিত গোটা বিশ্ব। তবে তার চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বহু মানুষের যেন ঘুম হচ্ছে না।
ভিন ডিজেলের সঙ্গে তার সম্পর্ক নিয়েও শুরু হয়েছে কানাঘুষা।ঠিক এ পরিস্থিতিতে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীপিকা। ‘ফিল্মফেয়ার’ অনুষ্ঠানের মঞ্চে লং ডিসটেন্স রিলেশনশিপের ব্যাপারে তাঁর মতামত জানতে চাওয়া হয়। তিনি জানান, যে তিনি কোনওদিন পারবেন না এই ধরনের সম্পর্কের সঙ্গে মানিয়ে নিতে। অবশ্য তিনি এটাও জানান সেই সম্পর্ক পুরোটাই নির্ভর করে সম্পর্কে থাকা দুটি মানুষের উপর।
বলিউড অভিনেতা রণবীর সিং এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বি-টাউনে গসিপস্ আজ নতুন কিছু নয়। সেই ব্যাপারেই তিনি তাঁর মনের কথা জানালেন বিশ্বের সামনে। ভারতের পদ্মাবতী পুরস্কার প্রাপ্ত ৩১বছর বয়সী এই নায়িকা জানান, বিয়ের পরিকল্পনা তাঁর এখনই নেই। তিনি আরও জানান, বয়সটা বিয়ের ক্ষেত্রে কোনো বাধাই নয়। দুটি মানুষের মনের মিল থাকাটাই একমাত্র প্রয়োজন।