Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: স্মার্ট ডিভাইসের কল্যাণে সমগ্র পৃথিবী এখন হাতের মুঠোয়। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই মুহূর্তেই পুরো বিশ্ব ঘুরে আসা যায়। চাইলেই বিশ্বের সব খবর নেয়া যায় ইন্টারনেটের কল্যাণে। গোটা বিশ্ব এখন আবদ্ধ ইন্টারনেটের জালে। আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেট ছাড়া জীবন ভাবাটাই দায়। আর ওয়াই-ফাই ইন্টানেট সেবাকে করেছে আরো দ্রুত। বর্তমানে বাসা-অফিসে ব্যবহার হচ্ছে দ্রুতগতি সম্পন্ন ওয়াই-ফাই। তবে ওয়াই-ফাই শরীরের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন গবেষকরা।
কোনো ডিভাইসের সাথে ওয়াই-ফাই কানেক্ট হয় ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এই ওয়েভ মানব শরীরের জন্য খতিকর। সম্প্রতি এমনই দাবি করেছে এক ব্রিটিশ হেলথ অ্যাজেন্সি। শুধু প্রাণী নয়, উদ্ভিদও এর প্রভাব থেকে বাঁচতে পারে না।
ব্রিটিশ হেলথ অ্যাজেন্সি জানিয়েছে, ওয়াই-ফাই ব্যবহারের কারণে মনোযোগের সমস্যা, ঘুমের সমস্যা, মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা, কানে ব্যথা, ক্লান্তিসহ শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। ওয়াই-ফাইয়ের প্রভাব কমানোর জন্য বেডরুম বা রান্নাঘরে ওয়াই-ফাইয়ের রাউটার বসাবেন না। যখন ব্যবহার করছেন না ওয়াই-ফাই বন্ধ রাখুন। ঘুমানোর সময় ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন। প্রযুক্তির খতিকর দিকগুলো এড়িয়ে চলতে না পারলে যেকোন সময় আপনিও পড়তে পারেন স্বাস্থ্য ঝুকিতে।