Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: 37ভারত সফরে একমাত্র টেস্ট ম্যাচ খেলেই দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে মার্চে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সোমবার ঘোষণা হতে পারে শ্রীলংকা সফরের পূর্ণাঙ্গ সূচি। একথা জানিয়েছেন বিসিবিদর প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এ সফর নিয়ে নিজাম উদ্দিন বলেন, দশ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তাদের এবং আমাদের ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট সূচি ঠিক করার ব্যাপারে কাজ করছে। দুই একদিনের মধ্যে সফরসূচি চূড়ান্ত করা হবে উল্লেখ করে এই বিসিবি কর্মকর্তা বললেন, দআমরা আশা করছি আগামি দুই একদিনের মধ্যে সফরসূচি চূড়ান্ত করতে পারবো। আমার যেটা ধারণা সোমবারের মধ্যে আমরা সফরের সূচি জানাতে পারবো।