Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: 52নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটির কাছে ২৭টি রাজনৈতিক দলের দেওয়া নাম পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো ৬ সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যদের কাছে দেওয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে আজই বৈঠকে বসবেন বলে জানা গেছে।
বেলা পৌনে চারটার দিকে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সচিবালয় থেকে নাম নিয়ে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের উদ্দেশে রওনা হন। সেখানে বিকেল চারটায় অনুসন্ধান কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।
অনুসন্ধান কমিটি মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৭টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে।

সরকারের একজন কর্মকর্তা বলেছেন, ২৭টি দলের মোট ১৩৫টি নাম তারা পৌঁছে দিয়েছেন। তারা নামগুলোর মধ্যে মিল খোঁজেননি। এটা অনুসন্ধান কমিটিই করবে। ওই কর্মকর্তা বলেন, হয়তো একই নাম অনেকগুলো দল প্রস্তাব করেছে। সেটিই কমিটি যাচাই-বাছাই করে তাঁরা সিদ্ধান্ত নেবেন।