Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭: 11গত বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যর কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে মুশফিকের মন্তব্যকে বিকৃত করে উপস্থান করেছে ভারতীয় মিডিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে না খেললেও ভারত সিরিজের আগে ফিট হয়েছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য দেশ ছাড়ার আগে দলের লক্ষ্যর কথা জানিয়ে মুশফিক বলেন, “আমি একটু অবাকই হই। একজন খেলোয়াড় হিসেবে আমি এ রকম কিছুতে বিশ্বাস করি না।

জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেললে এর চেয়ে বেশি চাপ থাকে। কারণ আমরা যদি জিম্বাবুয়ের সঙ্গে হারি, তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না। আর জিতলে কোনো কৃতিত্ব থাকবে না। কারণ তাদের বিপক্ষে সবাই আশা করে যে আমরাই জিতবো। পক্ষান্তরে ভারত এমন এক দল, যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। যদিও তারা এক নম্বর দল, তারপরও আমরা এটা বলছি না যে, সেখানে যাবো আর হেরে যাবো।
সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার এবং ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার অনেক কিছু আছে। আমার মনে হয়, পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি। আমাদের এই দলটা ভারতকে গিয়ে কেমন করতে পারে, সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে। সে দিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। কিন্তু একটাই টেস্ট, ১৭ বছর পর খেলা; এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এখানে আমরা এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়।”
এটি ছিলো দেশ ছাড়ার আগে মুশির পুরো মন্তব্য। কিন্তু কলকাতার জনপ্রিয় দৈনিক মুশফিকের মন্তব্য বিকৃত করে তাদের সংবাদের শিরোনাম দেন, “ভারতকে চরম অসম্মান করলেন মুশফিকুর, শুনলে রাগে গা জ্বলে উঠবে।” যেখানে মুশফিক এমন কিছুই বলেন নি। মুশফিকের মন্তব্যেকে তারা একটু বাড়িয়ে শিরোনাম করে সংবাদ প্রচার করে। তবে এখন বিপাকে ভারতীয় মিডিয়াই!