খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭: মৌলভীবাজারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শিক্ষা মেলা শুরু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসানের সভাপতিত্বে এতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় জেলার ৭টি উপজেলা শিক্ষা অফিসের স্টল বসেছে। অনুষ্ঠানে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।