Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ফলে আজ রবিবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। শনিবার রাতে আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ‘সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে আছেন, তাই আজ তাঁকে বিদেশ নেয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

এর আগে রাতে তার একান্ত সহকারী কামরুল হক জানিয়েছিলেন, রাতেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাঁকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়।

একান্ত সহকারী বলেন, শুক্রবার ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে। পরে আজ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়।’ কামরুল হক আরো বলেছিলেন, ‘আমরা স্যারকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাব। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে সুনামগঞ্জের এ সংসদ সদস্যের পরিবারের সদস্যরা রয়েছেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালের বাইরে ভিড় করেন। সুরঞ্জিত সেনগুপ্তের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।