Tue. Sep 23rd, 2025
Advertisements

9

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: ভারতে ‘উজ্জীবন ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক’ উদ্বোধন করলেন বাংলাদেশের শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- গত ৬ ফেব্র“য়ারি ভারতের বেঙ্গালুরুতে এ ব্যাংকটি তিনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
ভারতের অন্যতম ক্ষুদ্রঋণ কোম্পানি উজ্জীবন ফাইনান্সিয়াল সার্ভিসেস লি. ২০০৫ সালে গ্রামীণ ট্রাস্টের সহায়তা নিয়ে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি শাখা নিয়ে স্থাপিত এই প্রতিষ্ঠানটি ব্যাংকিং সেবা-বহির্ভূত বিশাল জনগোষ্ঠীকে সহজশর্তে ঋণ ও অন্যান্য ব্যাংকিং সুবিধা দেয়ার উদ্দেশে গঠিত হয়।