খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলিও। এতে ৩৫৬/৩ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করলো ভারত। দিন শেষে ১১১ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৪১ বলের ইনিংসে কোহলি হাঁকান ১২টি বাউন্ডারি। ৪৫ রানে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে।
ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে প্রথম দিনের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। দিনের প্রথম ওভারে লোকেশ রাহুলকে ২ রানের মাথায় বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। কিন্তু শুরুর সেই হাসি ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা দারুণ দৃঢ়তা দেখান। বাংলাদেশি বোলারদের ঘাম ছুটাতে থাকেন। গড়ে ফেলেন ১৭৮ রানে জুটি। তবে এই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৮৩ রানে চেতেশ্বর পূজারাকে ফেরান তিনি। এরপর মুরলি বিজয় তুলে নেন সেঞ্চুরি। বিরাট কোহলির সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে তিনি ১০৮ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন।
৬৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। বিরাট কোহলি ৩৪ রানে অপরাজতি। এর আগে তাসকিনের ইনিংসের প্রথম বলে ২ রান নেন লোকেশ রাহুল। পরের দুই বল ডট দেন। এরপর চতুর্থ বলে লোকেশকে সরাসরি বোল্ড করেন তাসকিন। ভারতের মাটিতে ইতিহাসের প্রথম টেস্ট চলছে বাংলাদেশের।
বাংলাদেশের একাদশ
তামি ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারতের একাদশ
লোকেশ রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।